ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর (হি.স.): ভারত-চিন সীমান্ত সমস্যায় ফের মধ্যস্থতার প্রস্তাব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একইসঙ্গে ট্রাম্প জানিয়ে দিলেন, সীমান্ত বিবাদ মিটিয়ে নিতে পারবে ভারত ও চিন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘আমি জানি ভারত ও চিন এই মুহূর্তে অসুবিধার মধ্যে রয়েছে, ভীষণ ভীষণ অসুবিধা। আমার বিশ্বাস তাঁরা সীমান্ত বিবাদ মিটিয়ে নিতে সক্ষম।’ এরপরই মধ্যস্থতার প্রস্তাব দিয়ে ট্রাম্প জানিয়েছেন, আমরা যদি সাহায্য করতে পারি, তাহলে সাহায্য করতে পেরে অত্যন্ত আনন্দিত হব।
তবে এই প্রথম নয়, সীমান্ত নিয়ে ভারত-চিনের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে আগেও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ব লাদাখের গালওয়ানে দু’দেশের সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত জুনেও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।