নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর (হি. স.): পূর্ব লাদাখে ভারতের বিরুদ্ধে আগ্রাসন দেখালেও রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় শান্তির সপক্ষে সওয়াল করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।পাশাপাশি করোনার জন্য চিনকে দায়ী করা যে যুক্তি সংগত নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। পূর্ব লাদাখে দুই দেশের সংঘাত সম্পর্কে বলতে গিয়ে শি জিনপিং জানিয়েছেন, চিনা সেনাবাহিনী আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন ধরনের খবরের কোন ভিত্তি নেই। বেজিং যুদ্ধের পক্ষে নয়। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানে আগ্রহী চিন।যুদ্ধ এবং শীত যুদ্ধ কোনটাই চায় না চিন।
এবারের রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভিডিও বার্তা রেকর্ড করে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন।তেমনই ভাবে চিনা প্রেসিডেন্ট এর রেকর্ড করা ভাষণও সাধারণ সভায় শোনানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে শি জিনপিং জানিয়েছেন, চিন হচ্ছে বিশাল উন্নয়নশীল দেশ।শান্তি, সহযোগিতা এবং সার্বিক বিকাশে পক্ষপাতী চিন। দুই দেশের মধ্যে মতানৈক্য হতেই পারে।সেই সব সমস্যাগুলোকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
উল্লেখ করা যেতে পারে প্রথমে অনিশ্চয়তা থাকলেও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিডিওতে রেকর্ড করা ভাষণ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় শোনানো হয়। চিনা প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট দুজনেই করোনা মহামারী, বিশ্ব উষ্ণায়ন, মানবাধিকার, আন্তর্জাতিক সহযোগিতা এবং অন্যান্য বিষয় একে অপরের প্রতি আক্রমণ শানান। কার্যত বাকযুদ্ধে পরিণত হয় পরিস্থিতি। দুই রাষ্ট্রনেতার ভাষণ থেকে স্পষ্ট যে বিভাজন আরো বেশি ঘনীভূত হয়ে উঠেছে। বিশ্ব উষ্ণায়ন প্রসঙ্গে চিনকে দায়ী করে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চিনের জন্য দূষণ বেড়ে চলেছে।পরিবেশের কলঙ্ক হচ্ছে চিন। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ কমিয়ে দিয়েছে।