নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ আগামী ২৩ সেপ্ঢেম্বর মহাকরণ অভিযানের ডাক দিয়েছে জাস্টিস ফর ১০৩২৩ টিচার৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচীর ঘোষণা দেন জাস্টিস ফর ১০৩২৩ টিচার সংগঠনের যুগ্ম আহ্বায়ক অজয় দেববর্মা৷ তবে তিনি জানান তারা আগামী ২১ সেপ্ঢেম্বর পর্যন্ত রাজ্য সরকারের ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবে৷
কোন পজেটিভ দিক উঠে না এলে ২৩ সেপ্ঢেম্বর মহাকরণ অভিযানের সংগঠিত করা হবে বলে জানান তিনি৷ এদিন মোট ৩ দফা দাবিতে এই মহাকরণ অভিযান সংগঠিত করা হবে বলে জানান৷ এই অভিযান শুরু হবে রাজধানীর উত্তর গেইট এলাকা থেকে৷ ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষক- শিক্ষিকাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেবে বলে জানান সংগঠনের যুগ্ম আহ্বায়ক অজয় দেববর্মা৷

