নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। বৃহস্পতিবার রাজ্যসভায় উদ্বেগ প্রকাশ করে সঞ্জয় রাউত বলেছেন, দেশের আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমাদের জিডিপি এবং আরবিআইও কাঙাল হয়ে গিয়েছে। এরপরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে সঞ্জয় রাউত বলেন, এমন পরিস্থিতিতে সরকার এয়ার ইন্ডিয়া, রেলওয়ে, এলআইসি এবং আরও কিছু বাজারের বিক্রি করার জন্য এনেছে, অনেক বড় সেল চলছে। এখন এই সেলে জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্টও নিয়ে আসা হয়েছে।
বুধবার রাজ্যসভায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ করতে শোনা যায়। এ প্রসঙ্গে বৃহস্পতিবার সঞ্জয় রাউত বলেন, আমার মা এবং ভাই করোনা-আক্রান্ত। মহারাষ্ট্রের প্রচুর মানুষ সুস্থ হয়ে উঠছেন। ধারাভির পরিস্থিতিও নিয়ন্ত্রণে, এজন্য বিএমসি-র প্রসংশা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল কয়েকজন সদস্য মহারাষ্ট্র সরকারের নিন্দা করেছিলেন, তাই এই কথা বললাম। স্বাস্থ্যমন্রী হর্ষ বর্ধন ইতিমধ্যেই জানিয়েছেন, ভারতে সুস্থতার সংখ্যা দ্রুত বাড়ছে। এ প্রসঙ্গে সঞ্জয় বলেন, সদস্যের কাছে আমি জানতে চাই কীভাবে এত সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠছেন? সবাই কী ভাবিজির পাঁপড় খেয়ে সুস্থ হচ্ছেন। এটা কোনও রাজনৈতিক লড়াই নয়, মানুষের জীবন বাঁচানোর লড়াই।