অমরপুরে যান দূর্ঘটনায় নিহত এক, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ অমরপুবে পথ দূর্ঘটনায় ১ ব্যক্তি মর্মান্তিক মৃত্যু হয়েছে৷অপর দুজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ মৃত ব্যক্তির নাম মনীন্দ্র কুমার জমাতিয়া.৷ আহতরা হলো সেবা ভক্ত জমাতিয়া এবং কৃষ্ণ সাধন জামাতিয়া৷ তাদেরকে প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে আসা হয়৷


তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অমরপুর হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ জানা গেছে একটি অটো রিস্কা দুর্ঘটনার কবলে পড়লে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনার পর সকলেই রাস্তার পাশে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল৷ ওই সময় একটি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল৷তখন ঐ গাড়িচালক তাদের আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে অন্যান্য যাত্রীদের নামিয়ে দিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *