নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ রাস্তা নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাত এক ব্যক্তি৷ ঘটনা শনিবার রাজধানীর খেজুরবাগান ব্রাহ্মন পারা এলাকায়৷ আহত ব্যক্তির নাম উদয় কিশোর দেববর্মা৷ অভিযুক্তের নাম চিত্ত দেবনাথ৷ পেশায় গাড়ি চালক৷ খবর পেয়ে ঘটনা স্থলে যায় এন সি সি থানার পুলিশ৷ অভিযুক্তের বাড়িতে গেলে জানতে পারে সে পলাতক৷ এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে৷ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন৷
তাদের অভিযোগ প্রায়শই অভিযুক্ত চিত্ত দেবনাথ এলাকার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে৷ এমনকি হুমকি ও গায়ে হাত তোলার মত কান্ড ঘটায়৷ এরই মধ্যে এদিন সকালে স্থানীয় বাসিন্দা উদয় কিশোর দেববর্মাকে ছুরিকাঘাত করে পালায়৷ আহত ব্যক্তির ডান হাতে ছুরির আঘাত লাগে৷ ঘটনা স্থলে পাওয়া যায় ছুরি৷ এই ঘটনায় মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ৷