স্নান করতে গিয়ে মুহুরী নদীর তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১০ সেপ্ঢেম্বর৷৷ মুহুরী নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ মৃত ব্যক্তির নাম সুব্রত বৈদ্য৷ঘটনাস্থল দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহাকুমার বাইখোরা থানা এলাকার কলসি এলাকা৷


ঘটনার বিবরণে জানা যায় সুব্রত বৈদ্য নামে ওই ব্যক্তির নদীতে স্নান করতে গিয়ে ছিলেন৷দীর্ঘক্ষন পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনদের মনে সন্দেহ দেখা দেয়৷মুহুরী নদীর তীরে গিয়ে তার কোন খোঁজ খবর না পাওয়ায় পরিবারের লোকজন স্থানীয় লোকজনদের বিষয়টি জানান৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বাহিনিকে৷ খবর পেয়ে দমকল বাহিনী এবং এনডিআরএফ বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে৷ তাদের যৌথ তল্লাশিতে মৃত ব্যক্তির দেহ মুহুরী নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷জলে ডুবে এক ব্যক্তির মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷