BRAKING NEWS

করোনা মোকাবিলায় দিল্লিতে ৫০৩টি আইসোলেশন কোচ মোতায়েন করল রেল

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি. স.): দিল্লিতে করোনাকে নির্মূল করার লক্ষ্যে এগিয়ে এল উত্তর রেলওয়ে। দিল্লি এবং এনসিআর অঞ্চলের মানুষদের সাহায্যার্থে ৫০৩ টি আইসোলেশন কোচ মোতায়েন করেছে। এই কোচগুলিতে রয়েছে ৮০৪৮ শয্যা। দিল্লির ৯ টি স্টেশনে এগুলোকে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর এবং উত্তর মধ্য রেলওয়ে ডিআরএম রাজীব চৌধুরী বুধবার জানিয়েছেন, শকুর বস্তি এলাকায় রেলের করোনা কেয়ার সেন্টারে ৪২৩ জন রোগী ভর্তি ছিলেন।এদের মধ্যে ৩৬৫ জন বাড়ি ফিরে গিয়েছে। চিকিৎসাধীন রয়েছে ৫৮ জন। ৫০৩ টি আইসোলেশন কোচ দিল্লিতে থাকা ৯ টি স্টেশনে মোতায়েন করা হয়েছে। প্রতিটি স্টেশনে এম্বুলেন্স সুযোগ রাখা হয়েছে।চিকিৎসার সমস্ত রকমের ব্যবস্থা এখানে করা হয়েছে।এই সকল করোনা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রোগীদের পর্যাপ্ত পরিমাণে সুষম আহার দেওয়া হচ্ছে।এর মাধ্যমে দিল্লি এবং এনসিআর অঞ্চলের মানুষদের যথাসম্ভব সহায়তা করা হচ্ছে রেলের তরফ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *