দুবাই, ১ সেপ্টেম্বর (হি.স.) : আইপিএল চলাকালীন করোনা টেস্টের জন্য ১০ কোটি টাকা খরচ করবে বিসিসিআই। বোর্ডের এক শীর্ষ কর্তা জানালেন, আমিরশাহি একটি সংস্থার সঙ্গে এই করোনা টেস্টের জন্য চুক্তি করা হয়েছে। যার জন্য এই খবর হবে।
আইপিএল চলাকালীন সমস্ত ফ্র্যাঞ্চাইজির সদস্য থেকে সাপোর্ট স্টাফ, কর্তা, ক্রিকেটারদের একাধিকবার কোভিড টেস্ট করা হচ্ছে। সব মিলিয়ে ২০ হাজার বার কোভিড টেস্ট করানো হচ্ছে। আর এই কোভিড টেস্টের জন্য বিসিসিআইকে খরচ করতে হচ্ছে ১০ কোটি টাকা।
বোর্ডের এক শীর্ষ কর্তা জানালেন, আমিরশাহি একটি সংস্থার সঙ্গে এই কোভিড টেস্টের জন্য চুক্তি করা হয়েছে। প্রতিবার টেস্টের জন্য খরচ হচ্ছে কর ছাড়া ২০০ দিরহাম। সি সংস্থার ৭৫ জন কর্মী আইপিএল চলাকালীন গোটা বিষয় সামলাবেন।

