মেলারমাঠে পুকুরের জলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

আগরতলা, ৩১ আগস্ট (হি.স.)৷৷ সাতসকালে পুকুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এ ঘটনায় রাজধানী আগরতলার মেলারমাঠে জনমনে আতঙ্ক ছড়িয়েছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷


সোমবার ভোরে প্রাতর্ভমণকারীরা মেলারমাঠে পুকুরে এক ব্যক্তির ভাসমান দেহ দেখতে পান৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ এ-বিষয়ে পশ্চিম আগরতলা থানার তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন, মৃতদেহের কোনও পরিচয় পাওয়া যায়নি৷ ধারণা করা হচ্ছে, রাতে স্নান করতে নেমে পুকুরের জলে তলিয়ে গেছেন তিনি৷

স্থানীয়দের বক্তব্য, ওই ব্যক্তিকে এলাকায় কখনও দেখা যায়নি৷ কেউ তাকে চেনেন নাঊ মৃতদেহ কীভাবে পুকুরে এসেছে তাও বলা যাচ্ছে না৷ মদ্যপ অবস্থায় পুকুরের জলে নেমে ওই ব্যক্তি তলিয়ে গেছেন বলে স্থানীয়দের অনুমান৷ সাতসকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷