ঊনকোটি জেলায় এডিসি এলাকায় বন্ধ শান্তিতেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ ঊনকোটি জেলার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকাগুলিতে আইপিএফটির ডাকে বুধবার সকাল থেকে ২৪ ঘণ্টার বনধ শুরু হয়৷ বন্ধকে কেন্দ্র করে অবশ্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি৷ জেলা পরিষদ এলাকার সর্বত্রই সাড়া মিলেছে৷বন্ধকে কন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সেজন্য প্রশাসনের তরফে আগাম সতর্কতা মূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়৷ ফলে শেষ খবর পাওয়া পর্যন্ত বন্ধেণ আওতাধীন এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ আইপিএফটি নেতৃবৃন্দ সর্বাত্মক সফল হয়েছে বলে দাবি করেছে৷


প্রসঙ্গত, এদিনের বন্ধকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে গোটা ঊনকোটি জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল৷ পদস্থ পুলিশ অফিসাররা গোটা জেলায় তদারকি করেছেন বলে জানা গিয়েছে৷