নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ জন৷ বুধবার ৩২৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ৯৮ জনের কোভিজ-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এর মধ্যে সমীক্ষায় বেকলগ থেকে ৩৯৩ জনের মধ্যে ১৮ জন, কোয়ারেন্টাইন এবং ভ্রমণ করে আসা ২০৭৯ এর মধ্যে ৬৮ জন এবং আরটিপিসিআর এর ৭৫৮ জনের মধ্যে ১২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷
প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা আক্রান্তের সাথে পাল্লা দিয়ে মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে৷ এখন পর্যন্ত ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ তবে হঠাৎ করে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছে প্রশাসন৷ ইতিপূর্বে করোনা সংক্রমণে সিপাহিজলা জেলা শীর্ষে ছিল৷ কিন্তু, এখন করোনায় আক্রান্ত এবং মৃত্যু সংখ্যায় পশ্চিম ত্রিপুরা জেলা শীর্ষে রয়েছে৷ ৬ এপ্রিল ত্রিপুরায় প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল৷ চার মাসে আক্রান্তের সংখ্যা পাঁচ সহস্রাধিক হয়ে গেছে৷

