ইউপিএসসিতে অসম ত্রিপুরা সহ পূর্বোত্তরের আট সন্তানের কৃতিত্ব

আগরতলা, ৪ আগস্ট (হিঃসঃ)৷৷ ইউপিএসসি পরীক্ষায় অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের আট কৃতী সন্তান সাফল্য অর্জন করেছেন৷ উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার বাসিন্দা ধীমান চাকমা সারা ভারতে ৭২২ তম স্থান অর্জন করেছেন৷


ওই পরীক্ষায় দেশের মোট ৮২৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন৷ এর মধ্যে অসমের আরণ্যক শইকিয়া, নিবেদিতা দত্ত, কিশোর সূত্রধর এবং তপন ডেকা ছাড়াও সিকিমের ইয়াংচেং ডোমা ভুটিয়া ও জিগদেন লিনদেরপা এবং নাগাল্যান্ডের রিচার্ড ইয়ানথান সাফল্য লাভ করেছেন৷ প্রসঙ্গত আজ ঘোষিত তালিকার শীর্ষস্থান লাভ করেছেন যথাক্রমে প্রদীপ সিং, যতীন কিশোর এবং প্রতিভা বার্মা৷


অসমের আরণ্যক শইকিয়া ৫৯ তম স্থান লাভ করার পাশাপাশি তপন ডেকা ৭৬৬ তম স্থান দখল করেছেন৷ এছাড়া নাগাল্যান্ডের রিচার্ড ইয়ানথান ১৩৩ তম, সিকিমের ইয়াংচেং ডোমা ভুটিয়া ৬৭৭, জিগদেন লিনদেরপা ৭৯৪ রেংক পেয়েছেন৷


প্রসঙ্গত, আরণ্যক শইকিয়া অসম পুলিশের অবসরপ্রাপ্ত ডিজিপি তথা বর্তমান অসম সাহিত্য সভার সভাপতি কুলধর শইকিয়ার পুত্র৷ এর আগেও তিনি সিভিল সর্ভিস পরীক্ষাত উত্তীর্ণ হয়েছিলেন৷ ২০১৭ সালে প্রথমবার তিনি ইউপিএসসি পরীক্ষায় ১৪৮ তম স্থান দখল করেছিলেন৷ আরণ্যক বর্তমানে ভারতীয় পুলিশ সার্ভিসের কর্ণাটক ক্যাডারের আধিকারিক হিসেবে প্রশিক্ষণে রয়েছেন৷


এদিকে ত্রিপুরার কৃতী সন্তান ধীমান চাকমা বর্তমানে দেরাদুনে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের প্রবেশনারি প্রশিক্ষণ নিচ্ছেন৷ তাঁর বাবা দেবব্রত চাকমা এবং মা প্রীতিলতা চাকমা ছেলের সাফল্যে ভীষণ খুশি৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা এবং কাঞ্চনপুরের মহকুমাশাসক ধীমান চাকমাকে তাঁর সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন৷