শিলং, ১ আগস্ট (হি.স.) : করোনা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আগত অজুহাতে জনৈক গর্ভবতী মহিলাকে ভর্তি না করায় এবং পরবর্তীতে বিধায়কের হস্তক্ষেপেও ভরতি করা সম্ভব হলেও নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় মেঘালয় সরকার শিলঙের বেসরকারি গণেশ দাস হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এএল হেক বলেন, হাসপাতাল সুপারকে নোটিশ পাঠানো হয়েছে। তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশ দিতে বলেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্যমন্ত্রী হেক বলেন, স্বাস্থ্য পরিষেবায় হাসপাতালের এ ধরনের আচরণ কোনওভাবেই বরদাস্ত করা যায় না। তাই তাদের নোটিশের জবাবের অপেক্ষায় রয়েছি। তাদের জবাবের উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, আইসোলেশন ওয়ার্ডে রুম খালি নেই, তাই একজন গর্ভবতী মহিলাকে ভরতি করেনি গণেশ দাস হাসপাতাল। তাঁর মতে, করোনা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আগত রোগীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষের।
প্রসঙ্গত, গর্ভবতী মহিলাকে ভরতি না করে ফিরিয়ে দেওয়ার ঘটনায় মেঘালয়ে তুলকালাম কাণ্ড বেঁধেছে। চারিদিকে নিন্দার ঝড় বইছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হল, হাসপাতালের অমানবিক আচরণে একটি শিশু পৃথিবীর আলো দেখতে পারল না।