ইটানগর, ৩০ জুলাই (হি.স.) : লাগাতার ভারী বর্ষণের ফলে এমনিতে গোটা অরুণাচল প্রদেশের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। তার ওপর ভয়াবহ ভূমিধস। ভূমিধসের ফলে সিয়াং জেলা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রাপ্ত খবরে প্রকাশ, ভূমিধসের ফলে সড়কপথে যোগাযোগের একমাত্র মাধ্যম রেবো-পাংগিং এলাকা বিধ্বস্ত হয়ে পড়েছে। রেবো-পার্গিং সার্কল সদরের সঙ্গে সংলগ্ন গ্রামাঞ্চলের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গেছে, রেবো-পাংগিং সার্কলের বলেং এলাকার সদ্য তৈরি রাস্তা পাহাড়ের ধসে খসে খাদে পড়েছে।
জুনিয়র ইঞ্জিনিয়ার তাজম তাতিন জানিয়েছেন, পাংগিং-বলেন এলাকার কয়েকশো মিটির রাস্তা ধসে গেছে। ফলে সবচেয়ে প্রভাব পড়েছে রাদাং গ্রামের ওপর। তিনি বলেন, এমনিতেই মাসাধিককালের বেশি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এলাকার একমাত্র যোগাযোগ মাধ্যম ওই রাস্তাটি অতিসম্প্রতি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছিল। তবে বিধ্বস্ত সড়কের হাল দেখে গেছেন এলাকার বিধায়ক অজিং তাসিং। তিনি বিকল্প সড়ক বানানোর তদ্বির করবেন বলে এলাকার মানুষকে আশ্বস্ত করেছেন। কেননা এই রাস্তা ধসে যাওয়ায় সিয়াং জেলা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।