BRAKING NEWS

দিল্লিগামী বিমান স্থগিত, কলকাতার যাত্রীদের ভরসা আগরতলা বিমানবন্দর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ করোনা-র প্রকোপে কলকাতা থেকে দিল্লি বিমান পরিষেবা স্থগিত রয়েছে৷ তাই, বহু যাত্রী দিল্লি যাওয়ার জন্য আগরতলা বিমানবন্দর-কে ব্যবহার করছে৷ তাতে, কলকাতা-আগরতলা এবং আগরতলা-দিল্লি রুটে বিমানে যাত্রী সংখ্যা বেড়ে গেছে৷
করোনা-র প্রভাব সর্বত্রই মারাত্মকভাবে দেখা দিয়েছে৷ যাত্রী বিমান পরিবহনেও স্বাভাবিকভাবে প্রভাব পড়েছে৷ পশ্চিমবঙ্গ সরকার দিল্লি, চেন্নাই, মুম্বাই, পুণে, নাগপুর এবং আহমেদাবাদ রুটে সমস্ত বিমানের পরিষেবা দুই সপ্তাহের জন্য স্থগিত রেখেছে৷ ফলে, যাত্রী-রা বিপাকে পড়েছেন৷ কিন্তু, আগরতলা-দিল্লি রুটে প্রতিদিন একটি বিমান আসা-যাওয়া করছে৷ তাই, কলকাতা থেকে আগরতলা হয়ে দিল্লি যাওয়া সুবিধাজনক বলেই মনে করছেন যাত্রী-রা৷


বর্তমানে, আগরতলা থেকে কলকাতা-র জন্য ইন্ডিগো-র দুইটি বিমান, গুয়াহাটি এবং বেঙ্গালুরু রুটে একটি এবং সরাসরি দিল্লি রুটে একটি বিমান পরিষেবা দিচ্ছে৷ কলকাতা থেকে দুইটি বিমান যাত্রী নিয়ে দিল্লি-র বিমান আগরতলায় আসার আগেই চলে আসছে৷ ফলে কলকাতার যাত্রীদের দিল্লির বিমান ধরতে অসুবিধা হচ্ছে না৷


বিমানবন্দর সূত্রে খবর, সম্প্রতি ঢাকার কূটনীতিবিদ দিল্লি যাওয়ার জন্য আগরতলা বিমানবন্দরকে ব্যবহার করেছে৷ আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকায় ঢাকা থেকে দিল্লি সহজে পৌছানো সম্ভব হচ্ছিল না বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কূটনীতিবিদদের৷ তাই, তিনি সড়কপথে আগরতলায় আসেন এবং এমবিবি বিমান বন্দর থেকে বিমানে দিল্লি যান৷


এদিকে, এয়ার এশিয়া স্থায়ীভাবে আগরতলা সেক্টরে পরিষেবা গুটিয়ে নেবে বলে স্থির করেছে৷ করোনা-র প্রকোপে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিমান সংস্থার জনৈক কর্মী জানিয়েছেন৷ গত ৬ জুন তারা সাময়িক পরিষেবা স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল৷ কিন্তু, এখন তারা এই সেক্টরে পরিষেবা পুনরায় শুরু করবে না বলেই স্থির করে নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *