নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ মধ্যরাতে ধাওয়া করে সোনামুড়াগামি গাড়ি আটকে ৭৭ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বাজেয়াপ্ত করল মেলাঘর থানার পুলিশ৷ সেই সাথে দুইজনকেও আটক করেছে৷ পুলিশের দাবি, ফোনগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং ক্রয় বিক্রয়ের কোনও জিএসটি ইনভয়েস বা ওয়েবিল ছিল না৷
বাজেয়াপ্ত ফোনগুলির মূল্য কয়েক লক্ষ টাকা হবে৷ দেশে জিএসটি ব্যবস্থা চালুর পর ইনভয়েস ছাড়া পন্য ক্রয়বিক্রয় অসম্ভব৷ তাহলে মোবাইল সেটগুলি কোথা থেকে কিভাবে এলো বা সেগুলি এদেশেই উৎপাদিত কিনা এসম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হয়ে কিছু বলতে পারে নি৷ আটক দুই ব্যক্তির বক্তব্যও জানা যায়নি৷ তবে রাজ্যের কোথাও একসাথে এতগুলি মোবাইল ফোন চুরির কোনও ঘটনা ঘটেছে কিনা সব থানায় মেসেজ পাঠিয়ে জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন জেলার পুলিশসুপার৷

