ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পাঙ্ক ৪.৬

শ্রীনগর, ১ জুলাই (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর| মঙ্গলবার গভীর রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই| তবে, ব্যাপক আতঙ্ক ছড়ায় জম্মু ও কাশ্মীরের মানুষজনের মধ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার রাত ১১.৩২.২৭ মিনিট নাগাদ ৪.৬ তীব্রতার মৃদু ভূকম্পন কম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে, জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ১০৩ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। গভীর রাতে আচমকা মাটি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। এর আগে মঙ্গলবার সকালেই ভূকম্পন অনুভূত হয়েছিল জম্মু ও কাশ্মীরে। অর্থাৎ একদিনে দু’বার ভূকম্পন অনুভূত কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে।