নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ আগরতলা পুর নিগমের ২০২০-২১ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে পাশ হয়৷ নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা ২০২০-২১ অর্থ বছরের জন্য ২৪৫ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট পেশ করেন৷ পেশ করা প্রস্তাবিত বাজেটের উপর সোমবার আলোচনা হয়৷
২০২০-২১ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট ২০১৯-২০ অর্থ বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ এই বছর কেপিটেল খাতে আয় ধরা হয়েছে ১৯ হাজার ৭৪৬ দশমিক ৫৮ লক্ষ টাকা৷ রেভিনিউ খাতে আয় ধরা হয়েছে ৪ হাজার ৭৩১ দশমিক ১০ লক্ষ টাকা৷ সম্পন্ন ভাবে আয় হবে ২৪ হাজার ৪৭১ দশমিক ৬৮ লক্ষ টাকা৷ এই বছর খরচ ধরা হয়েছে ২৪ হাজার ৫৩২ দশমিক ৫০ লক্ষ টাকা৷ উন্নয়নের খাতে ব্যয় করা হবে ৭৮ শতাংশ টাকা৷ বেতন ভাতা ইত্যাদি খাতে ব্যয় করা হবে ২২ শতাংশ টাকা৷ নিগম এলাকার ড্রেইন, রাস্তা সংস্কার ও আবর্জনা পরিষ্কারের জন্য ৫ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে৷ এর থেকে টুয়েপ -এর টাকা পাওয়া যাবে৷ প্রায় ১০ কোটি টাকা এই খাতে খরচ করা যাবে৷ এছাড়াও নিগমের নিজস্ব আয় থেকে নিগম এলাকার ছোট রাস্তাগুলি সংস্কার করা হবে৷ বিরোধী পক্ষের কাউন্সিলাররা দাবি করেন প্রস্তাবিত বাজেট জনমুখি নয়৷ এই বাজেট সম্পন্ন জনবিরোধী হয়েছে৷ পরে প্রস্তাবিত বাজেটের উওর আলোচনার পর ভোটাভুটি হয় এদিন৷ কিন্তু অবশেষে পর্যন্ত বিপুল ভোটে পাশ হয় এই প্রস্তাবিত বাজেট৷ এইদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্ল জিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, মেয়র ইন কাউন্সিলার, কাউন্সিলার সহ পুর নিগমের আধিকারিকরা৷
2020-06-30

