নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): লক্ষণহীন করোনার আক্রান্ত রোগীদের থেকে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) । হু-র সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার লক্ষণহীন রোগীদের থেকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার হার অত্যন্ত কম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি প্রধান মারিয়া ওয়ান জানিয়েছেন, বেশ কয়েকটি দেশ থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, লক্ষণহীন করোনার আক্রান্ত ব্যক্তিদের থেকে খুব কম সংক্রমণের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বোঝা যায় যে লক্ষণহীন রোগীদের সংক্রমণের ঝুঁকি কম।তবে এ বিষয়ে আরও গবেষণা করা হচ্ছে।
দেখা গেছে ৭০ শতাংশ ক্ষেত্রে করোনার আক্রান্ত রোগীদের কোনও লক্ষণহীন নেই । এই রোগীদের লক্ষণ না থাকার দরুন তারা এ সম্পর্কে জানতেও পারে না। এদিকে, আইসিএমআর দ্বারা পরিচালিত প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশে ১৫ থেকে ৩০ শতাংশ লক্ষণহীন রোগীর কথা জানা গেছে, যদিও আইসিএমআর এখনও এ বিষয়ে কোনও অফিসিয়াল রিপোর্ট প্রকাশ করেনি। তবে আইসিএমআরের প্রাথমিক প্রতিবেদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টের সঙ্গে মিল আছে।