১৭৫ জন স্নাতক ৬৫ জন স্নাতকোত্তর শিক্ষক পদে নিয়োগকরা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ শিক্ষাদপ্তরে ১৭৫ জন স্নাতক শিক্ষক এবং ৬৫ জন স্নাতকোত্তর শিক্ষক পদে নিয়োগ করা হবে৷ এজন্য মধ্যশিক্ষা দপ্তর থেকে টিআরবিটিকে অনুরোধ পত্র পাঠানো হয়েছে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই সংবাদ জানিয়েছেন৷ তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার জন্যও ৪২ জন অস্নাতক এবং ১৫ জন স্নাতক শিক্ষক পদে নিয়োগ করা হবে৷ প্রাথমিক শিক্ষার জন্য টিআরবিটি আগে যে টেট পরীক্ষা নিয়েছিল সেই অপেক্ষমান তালিকা থেতেক নাম পাঠানোর জন্য টিআরবিটি’র কাছে অনুরোধ জানানো হয়েছে৷ নামের তালিকা পেলেই শিক্ষাদপ্তর তাদের নিয়োগের উদ্যোগ নেবে৷


শিক্ষামন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ৪০ জন সহকারী অধ্যাপক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে৷ এরমধ্যে বাংলা বিষয়ের জন্য ৪ জন, ইংরেজীর জন্য ১০ জন, এডুকেশন বিষয়ের জন্য ৫ জন, ইতিহাসের জন্য ৫ জন, রাষ্ট্রবিজ্ঞানের জন্য ৪ জন, সংসৃকত বিষয়ের জন্য ৪ জন, হিউম্যান ফিজিওলজির জন্য ৪ জন, জিওলজির জন্য ২ জন এবং বোটানির জন্য ২ জন সহকারি অধ্যাপক নিয়োগ করা হবে৷ টিপিএসসি’র মাধ্যমে তাদের নিয়োগ করা হবে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *