BRAKING NEWS

নাশকতার আগুনে পুড়ল বসত বাড়ি

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩০ এপ্রিল৷৷ নাশকতার আগুনে পুড়ে ছাই একটি বসত বাড়ি৷ দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি৷ ঘটনা উত্তর জেলার চুড়াইবাড়ি থানা এলাকার লক্ষী নগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে৷ এই বাড়ির মালিক জয়নুল হোসেন এর মৃত্যু হয় কিছুদিন আগে৷ উনার স্ত্রী রিনা বেগম বাপের বাড়িতে তাই বাড়িতে কেউ নেই৷


এমত অবস্থায় তাদের বাড়িতে আজ আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়৷ ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষাধিক টাকা৷ পাশের বাড়ির এক মহিলা জানিয়েছেন রিনা বেগমের ঘরের শর্ট সার্কিটের কারণে আগুন লাগেনি কারণ তার ঘরের লাইন বন্ধ করে উনি নিজেই রেখেছিলেন৷ এটা নাশকতামূলক আগুন লাগানো হয়েছে৷ আগুন লাগার খবর পেয়ে প্রেমতলা দমকলকর্মীরা ছুটে আসেন ও পরবর্তীতে আগুন আয়ত্তে আনেন৷ কিন্তু আগুন নেভানোর আগেই আগেই সব পুড়ে ছাই হয়ে যায়৷ আপনার খবর পেয়ে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ৷


এদিকে দমকল কর্মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসার পূর্বে বসতঘরটি পুড়ে গেলেও সামনে থাকা একটি দোকানঘর বাঁচাতে সক্ষম হন৷


অপরদিকে রিনা বেগম নিজের ঘর নাশকতার আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে বাপের বাড়ি বাগন এলাকা থেকে খেরেং জুড়িস্থিত নিজ বাড়িতে ছুটে আসেন৷ বাড়িতে এসে কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, কেউ উনার ঘরে আগুন লাগিয়ে সবকিছু পুড়িয়ে দিয়েছে৷ কিছুদিন পূর্বে উনার স্বামীকেও কে বা কারা হত্যা করেছিল বলেও উনার দাবি৷ একমাত্র ঘরের সরঞ্জাম সহ বসত ঘরটি পুড়ে যাওয়াতে রিনা বেগম দুটি মেয়ে সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েন৷ স্থানীয়দের দাবি অসহায় রিনা বেগমকে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ যেন একটু সাহায্য করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *