নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ লকডাউন-এ সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে বিয়ে সারলেন উদয়পুরের বাসিন্দা বিজয়কৃষ্ণ সূত্রধরের ছেলে সানি সূত্রধর৷ দিল্লিতে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সানি সামাজিক রীতি মেনে রবিবার গাঁটছড়া বেঁধেছেন উদয়পুরের শুভ্রা শীলের সাথে৷ শুভ্রা দিল্লিতে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে কর্মরত৷ সমস্ত নিয়ম মেনে সরকারি অনুমতি নিয়ে বিয়ের পর্ব সম্পন্ন হয়েছে তাঁদের৷
এ-বিষয়ে সানি তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, জীবনে ভাবিনি বিয়ে এভাবে সারতে হবে৷ তবে আমরা সকলেই ভীষণ খুশি৷ বিয়ের জন্য সরকারি অনুমতি সম্পর্কে সানি বলেন, গোমতির জেলাশাসকের কাছে বিয়ের অনুষ্ঠানের অনুমতি চেয়েছিলাম৷ লকডাউনের শর্ত রেখে অনুমতি দিয়েছেন উদয়পুর মহকুমাশাসক৷ তাঁর কথায়, সামাজিক দূরত্ব বজায়, মাস্ক পরা, সবর্োচ্চ ২০ জনের উপস্থিতি এবং গাড়িতে যাতায়াতের ক্ষেত্রে চালক সহ একজন, ওইসব নিয়ম পালন করেছি আমরা৷ তিনি বলেন, বিয়েতে কেনাকাটায় ভীষণ অসুবিধা হয়েছে৷ তাছাড়া, মহা ধূমধামে বিয়ের আয়োজন করা সম্ভব হয়নি৷
শুধু তা-ই নয়, দুই পরিবারের কয়েকজন সদস্য তাঁদের বিয়েতে অংশ নিয়েছেন৷ সানির কথায়, লকডাউন সমাপ্ত হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের অনুষ্ঠানের আয়োজন করা হবে৷