নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷করোনা মোকাবিলায় ত্রিপুরায় একদিকে স্বাস্থ্য কর্মীরা দিনরাত খাঁটছেন৷ অন্যদিকে, ত্রিপুরা পুলিশও রাজ্যবাসীর সহায়তায় নিরলস পরিশ্রম করে চলেছে৷ তেমনি এক তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন৷
ত্রিপুরার স্বরাষ্ট্র দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী প্রদত্ত তথ্যে দেখা গেছে, করোনা মোকাবিলায় ত্রিপুরা পুলিশ ১৮,৫৫৬টি মাস্ক নিজেরা বানিয়েছেন এবং মানুষের কাছে তা পৌঁছেও দিয়েছেন৷ লকডাউন চলাকালীন এখন পর্যন্ত ৩২,৬৯০ প্যাকেট রান্না করা খাবার মানুষের মধ্যে বিতরণ করেছেন তাঁরা৷ এখানেই শেষ নয়, ৯০৪৬ জনকে রেশন সামগ্রী পৌঁছে দিয়েছে রাজ্য পুলিশ৷
ত্রিপুরায় করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল, সংক্রমিত স্থান থেকে এসেছেন তাদের খুঁজে বের করে কোয়ারেন্টাইন করা৷ সে-বিষয়ে ত্রিপুরা পুলিশের আধিকারিক কর্মীরা ২৯৭৫ জনকে খুঁজে বের করে কোয়ারেন্টাইন করেছেন৷ তবে কারোর শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্ব দিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিকে৷ সেই লক্ষ্যে স্থির থাকার জন্য এবং করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায়ে ১২৬টি বাজার স্থানান্তরিত করতে পুলিশ অভূতপূর্ব ভূমিকা পালন করেছে৷ শুধু তা-ই নয়, ৩৭৮ জন প্রবীণ নাগরিককে পুলিশ নানাভাবে সহায়তা করেছে৷ এছাড়া লকডাউন অমান্যকারী ১৮৮১ জনকে পুলিশ গ্রেফতার করেছে৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা মোকাবিলায় ত্রিপুরা পুলিশের এই ভূমিকায় ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, করোনা মহামারির প্রকোপে সারা দেশে লকডাউন চলছে৷ সকলে যাতে বাড়িতে থাকেন, তার জন্য পুলিশ দিনরাত নজর রেখে চলেছে৷ শুধু তা-ই নয়, দুস্থদের সহায়তায়ও পুলিশ এগিয়ে গেছে৷ তিনি প্রশংসার সুরে বলেন, ত্রিপুরা পুলিশ সারা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে৷