রাজ্যে করোনা মুক্ত দ্বিতীয় রোগীকে ছাড়া হল হাসপাতাল থেকে, থাকবেন কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্ত দ্বিতীয় রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য আজ তাঁকে স্বাস্থ্যকর্মীরা হাত তালি দিয়ে হাসপাতাল থেকে বিদায় দিয়েছেন৷ সকলে তাঁর মঙ্গল কামনা করেছেনঊ হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর অ্যাম্বুলেন্সে বসে তিনি সকলকে লকডাউনের সমস্ত নিয়ম পালন করতে অনুরোধ জানিয়েছেন৷ করোনা আক্রান্ত দ্বিতীয় রোগীকে সুস্থ করে তুলতে পেরে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ভীষণ খুশি৷ একই সাথে করোনা আক্রান্ত দ্বিতীয় রোগীও সুস্থ হয়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর আজ দ্বিতীয় রোগীকে টিএসআর হাসপাতাল থেকে ছুটি দিয়ে রওয়ানা করার পর ডেপুটি মেডিক্যাল সুপার ডা. বিশ্বজিৎ সূত্রধর বলেন, আজ আমরা ভীষণ খুশি৷ প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় করোনা আক্রান্ত রোগীকে আমরা সুস্থ করতে পেরেছি৷ তাঁর কথায়, ওই রোগীর রিপোর্ট পরপর নেগেটিভ আসার ফলে আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ এখন উত্তর ত্রিপুরা জেলায় ১৪ দিন তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে৷ তিনি বলেন, ওই রোগীর চিকিৎসায় নিযুক্ত স্বাস্থ্য কর্মীদেরও এখন ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে৷ গীতাঞ্জলি গেস্ট হাউস-এ তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ তাঁর বক্তব্য, ৩ জন চিকিৎসক, ২ জন পুরুষ নার্স, একজন ল্যাব টেকনিশিয়ান এবং একজন রেডিওগ্রাফার সহ সাফাই কর্মীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে আজ থেকেই৷


ওই রোগীর চিকিৎসায় নিযুক্ত ডা. সুব্রত ভৌমিক বলেন, করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করতে পেরে ভীষণ আনন্দিত আমরা৷ তার চেয়ে বেশি খুশি হচ্ছে, ত্রিপুরায় নতুন কেউ করোনা আক্রান্ত হননি৷ তিনি বলেন, আমরা আজ কোভিড কেন্দ্রটি বন্ধ করে যাচ্ছি৷ প্রার্থনা, পুনরায় ওই কেন্দ্র খোলার প্রয়োজনীয়তা না হোক৷ তাঁর কথায়, আজ ওই কেন্দ্রটি স্যানিটাইজ করে বন্ধ রাখা হবে৷ তিনি ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলেন, বাড়িতে থাকুন, তবেই সুরক্ষিত আপনারা৷


এদিকে, ওই রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে যাওয়ায় ভীষণ খুশি সাফাই কর্মীও৷ তিনি বলেন, প্রত্যেকে সুস্থ থাকুন, আমরা সেটাই চাই৷সে-ক্ষেত্রে করোনা আক্রান্ত রোগীকে আমরা সুস্থ করতে পেরেছি, তাতে ভীষণ আনন্দ হচ্ছে আমাদের৷ তিনি সকলের মঙ্গল কামনা করেছেন৷ করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওই টিএসআর জওয়ান চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আজ আমি সুস্থ হয়ে ফিরে যাচ্ছি৷ ত্রিপুরা সরকারকেও তিনি ধন্যবাদ জানিয়েছেনঊ তাঁর কথায়, ভীষণ ভালো স্বাস্থ্য পরিষেবা পেয়েছি, তাই সুস্থ হয়ে উঠেছি৷ এদিন তিনি সকলকে সতর্ক করে বলেন, এই রোগ খুবই ভয়ানক৷ একমাত্র রোগীর পক্ষে সেই অনুভব প্রকাশ করা সম্ভব৷ তাই, বাড়িতে থেকে লকডাউন-এর সমস্ত নিয়ম পালন করুন৷ তবেই, এই মহামারির হাত থেকে রেহাই মিলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *