নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.) : দেশজুড়ে করোনা মোকাবিলার জন্য জরুরি পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ১৫ হাজার কোটি টাকা প্যাকেজের ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই মঞ্জুরি দেওয়া হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছে, তিন ভাগে এই অর্থ ব্যবহার করা হবে। এই প্যাকেজের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো উন্নতি করে করোনার প্রকোপকে রোধ করা বা সীমিত করে রাখা। মারণ এই রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করার জন্য ব্যয় করা হবে এই অর্থ।