BRAKING NEWS

লকডাউনের আবহে কিং কোবরার মাংস ভক্ষণ অরুণাচল প্ৰদেশে, প্রতিক্রিয়া

গুয়াহাটি, ১৯ এপ্রিল (হি.স.) : মহামারি নোভেল করোনা ভাইরাসের প্ৰকোপে বিশ্বজুড়ে লকডাউন চলছে। মারণ এই ভাইরাসের সংক্ৰমণ ঠেকাতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর নিৰ্দেশে সারা দেশে কড়াকড়িভাবে চলছে লকডাউন। এরই মধ্যে অসমের পাৰ্শ্ববৰ্তী পাহাড়ি রাজ্য অরুণাচল প্ৰদেশের একাংশ মানুষ বিরল প্ৰজাতির প্রাপ্তবয়স্ক বিশাল আকারের একটি কিং কোবরাকে মেরে তার মাংস খাওয়ার ঘটনা প্ৰকাশ্যে এসেছে। ঘটনাটি ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হলে নানা মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সোশাল মিডিয়ায় ভাইরালকৃত ভিডিওয় দেখা গেছে, কয়েকজন জনজাতি জনগোষ্ঠীর মানুষ মিলে ১২ ফুট দৈৰ্ঘ্যের একটি কিং কোবরাকে মেরে কলাপাতায় পরিষ্কার করছে। জঙ্গলের ভেতরে কিং কোবরাটিকে শিকার করার দৃশ্য খুবই গৰ্বের সঙ্গে ওরা ভিডিও-বন্দি করেছে। ভিডিওটিতে একজনকে বলতে শোনা গেছে, লকডাউনের ফলে তাদের কাছে খাদ্য সামগ্ৰী মজুত না থাকায় তারা এভাবে জঙ্গল থেকে সাপ শিকার করেছে। একজন বলেছে, ‘আমরা জঙ্গলে খাবার খুঁজতে গিয়েছিলাম, আর তখনই আমরা এই কিং কোবরাটিকে খুঁজে পাই।’  

ঘটনা সম্পর্কে রাজ্যের বন বিভাগের কাছ থেকে এখন পৰ্যন্ত কোনও প্ৰতিক্ৰিয়া পাওয়া যায়নি। তবে অসমের কয়েকটি প্রকৃতিপ্রেমী সংগঠন ঘটনার নিন্দা জানিয়ে বন্যপ্রাণী বিরল প্রজাতির সর্প হত্যা ও তাকে ভক্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতার করার দাবি তুলেছে।

উল্লেখ্য,  অরুণাচল প্ৰদেশের গভীর জঙ্গলে বহু বিরল প্ৰজাতির সাপ তথা সরিসৃপের বিচরণ রয়েছে। গত বছর রাজ্যের পাখ্খে ব্যাঘ্ৰ প্ৰকল্পে বিষাক্ত প্ৰজাতির এক ধরনের সাপ আবিষ্কার হয়েছে। ২০১৯ সালের জুলাইয়ে আবিষ্কৃত ওই সাপের নাম রাখা হয়েছিল ট্ৰিমেরেসুরুস সালাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *