রেপিড এন্টিবডি টেস্ট কিটসপৌঁছেছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ রাজ্যে কোভিড-১৯- এর পরীক্ষার জন্য রেপিড এন্টিবডি টেস্ট কিটস পৌঁছেছে৷ ৩,৮৪০টি কিটস এসেছে রাজ্যে৷ আগামী ২/১ দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় পরীক্ষা শুরু হবে৷


আজ মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান৷ করোনা সংক্রান্ত বিষয়ে রাজ্যের সর্বশেষ তথ্য প্রদান করে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে এখন পর্যন্ত ১,৫৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এখন পর্যন্ত ১,৩১৩ জনের পরীক্ষা হয়েছে৷ বাকিদের নমুনা পরীক্ষাধীন রয়েছে৷ বর্তমানে একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন৷ তার অবস্থা স্থিতিশীল৷ আগামীকাল আবার নমুনা পরীক্ষা করা হবে৷ রাজ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৩১ জন৷ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫৩ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *