BRAKING NEWS

কৈলাসহরে ডাকঘরে ও আগরতলায় বিএসএনএল অফিসে আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাজ্যের পৃথক স্থানে দুটি সরকারী অফিসে অগ্ণিকান্ডের ঘটনা ঘটল শুক্রবার৷ বড় ধরনের অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল কৈলাসহর মহকুমার মুখ্য ডাকঘর৷ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গ্রাহক ও ডাক কর্মীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷


ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার দুপুরে আচমকা বিদ্যুৎ পরিবাহী তার পোড়ার গন্ধ অনুভব করে কৈলাশহর মুখ্য ডাকঘর এর কর্মীরা৷ তারপর তারা দেখতে পায় বিদ্যুতের মিটারে শট সার্কিট হয়েছে৷ সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনিকে৷ অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে অফিসের কাজ কিছুটা সময়ের জন্য বন্ধ থাকে৷ ডাক বিভাগের কর্মী সত্যজিৎ দত্ত জানান বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়েছে৷ তারা এসে যদি সবকিছু ঠিক করে দিয়ে যায় তাহলে সহসাই অফিসের কাজ শুরু করা হবে৷


শুক্রবার ভয়াবহ অগ্ণিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল রাজধানির কলেজটিলাস্থিত বিএসএনএল অফিসটি৷ এইদিন দুপুরের কিছুটা পরে মহারাজগঞ্জ বাজারের ফারার স্টেশনে খবর যায় যে কলেজটিলাস্থিত বি এস এন এলফিসে অগ্ণিসংযোগ ঘটেছে৷ সাথে সাথে মহারাজগঞ্জ বাজারের ফারার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে৷


দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে দেখতে পায় বিএসএনএল অফিসের দরজা বন্ধ একটি ঘর থেকে ধুঁয়া বের হচ্ছে৷ তখন দমকল বাহিনীর কর্মীরা দরজায় থাকা তালা ভেঙ্গে ঘরের অভ্যন্তরে প্রবেশ করে এবং আগুন নিয়ন্ত্রনে আনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *