নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ রাজ্য সরকারের কিছু সংখ্যক কর্মচারি অনুমোদন ছাড়া সরকারী কাজের বিষয়ে মুদ্রণ ও বৈদ্যতিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বা যোগাযোগ রাখেন৷ এই ঘটনা সরকারের নজরে এসেছে৷ ত্রিপুরা সিভিল সার্ভিসেস (কনডাক্ট) রুলস, ১৯৮৮-এর ৮ ধারা অনুযায়ী এই ধরণের কার্যকলাপ সম্পর্ণরূপে নিষিদ্ধ৷
তাছাড়া এই আইনের ৯ ধারা অনুযায়ী কোন সরকারী কর্মচারি কোন ধরণের মন্তব্য করতে পারেন না যাতে করে সরকারের গৃহীত কোন সিদ্ধান্ত বা কার্যকলাপের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷ ত্রিপুরা সিভিল সার্ভিসেস (কনডাক্ট) রুলস, ১৯৮৮ এর ২৩ ধারা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে যে কেবলমাত্র সরকারী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিব, ডি জি পি, পি সি সি এফ এবং জেলাশাসক ও সমাহর্তাগণই সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে পারবেন৷
এই নির্দেশ অমান্য করার বিষয়টি কঠোরভাবে দেখা হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ রাজ্য সরকারের সাধারন প্রশাসন (এ আর) দপ্তর থেকে এক আদেশে এই সংবাদ জানানো হয়েছে৷