পরিষেবার কাজে নিযুক্ত পুর নিগমের শ্রমিকরা প্রতিদিন অতিরিক্ত ১০০ টাকা পাবেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল ৷৷ আগরতলা পুরনিগম এলাকার পরিষেবামূলক কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য কর্তৃপক্ষ প্রতিদিন অতিরিক্ত ১০০ টাকা করে মজুরি প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ এর ফলে বর্তমান মজুরি বা বেতনের চেয়ে মাসে ৩০০০ টাকা বেশি পাবেন সংশ্লিষ্টরা৷ শনিবার পুরনিগমের প্রধান কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন পুরনিগমের মেয়র ডা. প্রফুল্লজিৎ সিন্হা৷


আগরতলা পুরনিগম লকডাউন চলাকালে বিভিন্ন পরিষেবামূলক কাজকর্ম অব্যাহত রেখেছে৷ শনিবার পুরনিগমের মেয়র ডা. প্রফুল্লজিৎ সিন্হা সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ তিনি বলেন, লকডাউন ঘোষণা করার পর আগরতলা শহর এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মসূচি এবং সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে গত ২৩ মার্চ থেকে আগরতলা পুরনিগম এলাকার সবকটি এটিএম, বাসস্ট্যান্ড, মোটরস্ট্যান্ড, পেট্রোল পাম্প সহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জীবাণুনাশক স্প্রে করা শুরু হয়েছে৷ এই কাজ অব্যাহত থাকবে বলে জানান পুরনিগমের মেয়র৷ তিনি আরও জানান, গত ২৬ মার্চ থেকে শুরু হয়েছে প্যাকেটজাত খাদ্য সরবরাহ৷ পুরনিগমের মেয়র জানান, আগরতলা শহর এলাকায় বহির্রাজ্য থেকে আসা বেশ কিছু সংখ্যক শ্রমিক আটকে পড়েছেন৷


লকডাউন ঘোষণার ফলে তারা খাদ্য সমস্যায় পড়েছেন৷ রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আগরতলা পুরনিগম তাদের সেবায় নিয়োজিত হয়েছে৷ প্রথমে ২ হাজার আটশ বহির্রাজ্যের শ্রমিককে খাদ্য সামগ্রী প্রদান করা হয়৷ পরবর্তী সময়ে তা বেড়ে ৩ হাজার ৮২৪ জনে দাঁড়িয়েছে৷ প্রত্যেক শ্রমিককে চাল, ডাল, তেল সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন পুরনিগমের মেয়র৷ তিনি বলেন, লকডাউন যতদিন চলবে এবং শ্রমিকরা যতদিন পর্যন্ত তাদের বাড়িঘরে ফিরে যেতে না পারবেন ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে৷ মেয়র জানান, লকডাউন ঘোষণার ফলে পুরনিগমের শ্রমিক, কর্মচারী এবং আধিকারিকদের দায়িত্ব আরও অনেক বেড়ে গেছে৷


তারা জীবন বাজি রেখে কাজ করে চলেছেন৷ বিশেষ শহর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন৷ শুধু তাই নয় বাড়িঘর থেকে আবর্জনা সংগ্রহকারীরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন৷ আগরতলা পুরনিগম এইসব কর্মচারীদের জন্য বর্তমান বেতন বা মজুরির অতিরিক্ত প্রতিদিন ১০০ টাকা করে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ যেসব শ্রমিকরা বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করছেন তারাও অতিরিক্ত ১০০ টাকা করে প্রতিদিন পুরনিগমের কাছ থেকে পাবেন বলে জানিয়েছেন পুরনিগমের মেয়র৷ পুরনিগমের সিইও ডা. শৈলেশ যাদব জানিয়েছেন, দেশের এই সঙ্কটময় মুহূর্তে তিনি এবং পুরনিগমের প্রতিটি কর্মী জীবন বাজি রেখে সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে বদ্ধপরিকর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *