নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তি জনক পোস্ট করায় পশ্চিমবঙ্গের এক মহিলার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের৷ মামলাটি দায়ের করেন যুব মোর্চার নেতৃত্ব জয়নাল দাস৷
ঘটনার বিবরণে জানা যায় করোনা সঙ্কটের ফলে দেশে যে অন্ধকার নেমে এসেছে এবং অনিশ্চয়তার জন্ম হয়েছে তাকে সমাপ্ত করে আলো ও নিশ্চয়তার দিকে এগিয়ে যেতে হবে৷ এই অন্ধকারময় করোনা সঙ্কট-কে পরাজিত করার জন্য আলোর দিসাকে সবদিকে ছড়িয়ে দিতে হবে৷ তার জন্য ৫ এপ্রিল রবিবার রাত নটায় ৯ মিনিট দেশবাসীকে নিজেদের ঘরের আলো বন্ধ করে বাড়ির বারান্দা কিংবা ছাদে দাঁড়িয়ে মোমবাতি, টর্চ কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
তারপরই পশ্চিমবঙ্গের এক মহিলা নিজের ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তি জনক পোস্ট দেন৷ তারই পরিপ্রেক্ষিতে শনিবার ঐ মহিলার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করে জয়নাল দাস৷ পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করার পর জয়নাল দাস সংবাদ প্রতিনিধিদের বিষয়টি সম্পর্কে অবগত করেন৷