করোনা পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক করলেন উদ্ধব

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি. স.) :   মারণ রোগ করোনা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। করোনা জাতি, ধর্ম, বর্ণ দেখে না। ফলে এর থেকে সাধারণ মানুষদের সতর্ক থাকাটা জরুরি। দিল্লির নিজামুদ্দিনের তাবলীগী মরকজ থেকে আসা লোকেদের ইতিমধ্যে কোয়ারেন্টাইন করা হয়েছে। বাকি কয়েক জনকে খুঁজে বের করার কাজ চলছে বলে এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন তিনি।

শনিবার উদ্ধব ঠাকরে জানিয়েছেন, গোটা মহারাষ্ট্রকে করোনা থেকে সুরক্ষিত রাখার কর্তব্য তার নিজের। আর আত্মবিশ্বাসের সঙ্গে সেই কর্তব্য পালন করে চলেছেন তিনি। সকল ধর্মের মানুষের কাছে মুখ্যমন্ত্রীর আহ্বান লকডাউন পরিস্থিতিতে কোনও ধর্মীয় জমায়েত ও কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। রাজ্যে থাকা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে বলতে গিয়ে উদ্ধব জানান, রাজ্যের মধ্যে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক রয়েছে। তাদের প্রত্যেকের জন্য দুই বেলা খাবার, প্রাতঃরাশ এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাদের সন্তানদের দেখভালের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য রাজ্যে এমন করা হয়নি বলেই দিল্লির মতো পরিস্থিতি দেখা দিয়েছে। 

মুখ্যমন্ত্রী আরো বলেন, করোনা মোকাবিলায় পৃথক হাসপাতাল খোলা হয়েছে।
 সর্দি, কাশি হলেও চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া উচিত। সারাদিন সবজি মান্ডি খোলা থাকবে। যে কোনও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা রয়েছে রাজ্য সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *