BRAKING NEWS

চাকমাঘাটে বন্য হাতির তান্ডব, তছনছ বাড়ি-ঘর, ফসলের ব্যপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ এপ্রিল ৷৷ করোনা ভাইরাসের আতঙ্কে গ্রামের মানুষজন যখন ঘরে তখনই বন্য হাতির দল লোকালয়ে এসে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর সহ কৃষিক্ষেত লন্ডভন্ড করে দিল৷ এমন ঘটনা বুধবার রাতের কোন এক সময় তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের ভূমিহীন কলোনি এলাকায়৷ চাকমাঘাট ভূমিহীন কলোনিতে বন্য হাতির তাণ্ডবের খবর পৌঁছে দেওয়া হলেও বুধবার রাতে বন কর্মীদের খবর দিলেও ঘটনাস্থলে যায়নি কোন কর্মী৷ এমনটাই জানাল ক্ষতিগ্রস্তরা৷


বুধবার রাতের কোন এক সময় চাকমাঘাটের ভূমিহীন কলোনি এলাকায় বন্যহাতির দল হামলা চালায়৷ এলাকার বাসিন্দা নিলয় থরি, সিমন মারাক-এর দুই বাড়ির দুটি ঘর ভেঙে ফেলে তাদের চিৎকারে গ্রামের অন্যান্য মানুষজনরা ছুটে এসে পটকা ফাঁটিয়ে নিলয় হরি, সিমন মারাক ও তেরেজা মারাককে ঘর থেকে উদ্ধার করে হাতির কবল থেকে বাঁচায়৷ গ্রামের মানুষজন বনকর্মীদের খবর দিলেও বনকর্মীরা ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ৷ এছাড়াও বন্যহাতির কৃষিক্ষেত ও নষ্ট করে দেয়৷


ক্ষতিগ্রস্তরা জানায়, এমনিতেই করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে৷ ফলে কাজকর্ম নেই৷ উপরন্তু বন্যহাতির তাণ্ডব৷ এলাকার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রশাসনের কাছে সাহায্য সহায়তা পাওয়ার জন্য আর্জি জানায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *