BRAKING NEWS

ব্যঙ্কে শুধুমাত্র জরুরি পরিষেবা : আইবিএ

নয়াদিল্লি, ২২ মার্চ (হি. স.) : এবার ব্যঙ্কেও শুধুমাত্র জরুরি পরিষেবা |  নোভেল করোনা নিয়ে আতঙ্কের মধ্যেও ব্যাঙ্কিংয়ের মত জরুরি পরিষেবা চালু রয়েছে দেশে। তবে এই পরিস্থিতিতে সেখানে শুধুমাত্র রবিবার জরুরি পরিষেবাই চালু রাখার সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ)।  

এ দিন আইবিএ-র তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, সোমবার থেকে দেশের সমস্ত ব্যাঙ্কে টাকা জমা দেওয়া ও তোলা, চেক জমা দেওয়া, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং সরকারি লেনদেন—এই চারটি পরিষেবা চালু থাকবে।

পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে এই পরিষেবায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন আইবিএ প্রধান সুনীল মেহতা। তাই খুব প্রয়োজন না পড়লে গ্রাহকদের ব্যাঙ্কে না যাওয়াই  উচিত বলে পরামর্শ আইবিএ আধিকারিকদের।  

তবে ব্যাঙ্কে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকলেও, অনলাইনে বাকি সমস্ত পরিষেবাই মিলবে বলে জানানো হয়েছে। ডিজিটাল পরিষেবা সচল রাখতে ২৪ ঘণ্টাই ব্যাঙ্কের কাজকর্ম জারি থাকবে।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) তরফে জানানো হয়েছে, করোনার প্রকোপে ব্যবসা-বাণিজ্য যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য জরুরি ভিত্তিতে বিশেষ ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ষিক ৭.২৫ শতাংশ হারে এই ঋণ মিলবে। বাকি ব্যাঙ্কগুলিকেও এই ধরনের পদক্ষেপ করতে আর্জি জানিয়েছে আইবিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *