নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ত্রিপুরায় ৪২টি রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই নির্মাণ ও সংস্কার কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন৷
শনিবার মহাকরণের ১ নম্বর কনফারেন্স হল-এ পূর্ত দফতরের ফ্ল্যাগশিপ প্রকল্প প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ওই সভায় পূর্ত দফতরের প্রধানসচিব শশীরঞ্জন কুমার বলেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার দ্বিতীয় পর্যায়ে ৪২টি রাস্তা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই এই রাস্তাগুলি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ তিনি আরও জানান, এই প্রকল্পে এইচএসসিএল ১৯৭টি (৭৮৮.০২৬ কিমি) এনবিসিসি ৭৩৮টি (২৪২৮.৩৯২ কিমি) এবং পূর্ত দফতর ৬৮টি (২৮০.২৯২কিমি) রাস্তার মেরামতির কাজ হাতে নিয়েছে৷ এর মধ্যে এইচএসসিএল ৮৬টি (৩১৪.৩৫১ কিমি) এবং এনবিসিসি ৪৮৩টি (১৫৩৪.৮৬ কিমি) রাস্তার মেরামতির কাজ সম্পন্ন করে পূর্ত দফতরের কাছে হস্তান্তর করেছে৷ বাকি রাস্তাগুলির মেরামতির কাজ চলছে৷
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে যে সব রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলি রূপায়ণে যাতে গুণগতমান বজায় থাকে সে বিষয়ে নির্মাণ সংস্থাগুলিকে গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷
সভায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীন বিভিন্ন কাজের অগ্রগতির পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে যে সব কাজ হাতে নেওয়া হয়েছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে৷ এই প্রকল্পে যে সমস্ত রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করা হয়েছে তা বর্ষা শুরু হওয়ার আগেই সমাপ্ত করতে হবে৷ এজন্য পূর্ত দফতর, এনবিসিসি এবং এইচএসসিএলকে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য বলেন তিনি৷