গডসে ও মোদী একই মতাদর্শে বিশ্বাসী, প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের

কালপেট্টা (কেরল), ৩০ জানুয়ারি (হি.স.): নাথুরাম গডসে এবং নরেন্দ্র মোদী একই মতাদর্শে বিশ্বাসী, উভয়ের মধ্যে কোনও পার্থক্যই নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করে বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

বৃহস্পতিবার কেরলের কালপেট্টায় জনসভা করেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল। জনসভায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছেন, ‘নাথুরাম গডসে এবং নরেন্দ্র মোদী একই মতাদর্শে বিশ্বাসী, উভয়ের মধ্যে কোনও পার্থক্যই নেই। শুধুমাত্র গডসেকে বিশ্বাস করি, এই কথা বলার সাহস নেই নরেন্দ্র মোদীর।’ তীব্র আক্রমণ করে রাহুল আরও বলেছেন, ‘নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে গুলি করেছিলেন, কারণ নিজের উপরেই গডসের কোনও আস্থা ছিল না, তিনি কাউকেই ভালোবাসতেন না, তিনি কাউকেই গুরুত্ব দিতেন না, তিনি কারও প্রতি বিশ্বাস রাখতেন না এবং আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও এই বিষয়গুলি প্রযোজ্য, তিনিও শুধুমাত্র নিজেকে ভালোবাসেন, শুধুমাত্র নিজেকে বিশ্বাস করেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, ‘নরেন্দ্র মোদীকে যখনই বেকারত্ব ও কর্মসংস্থানের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তখনই তিনি মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এনআরসি এবং সিএএ করলে আমাদের যুবসমাজের চাকরি হবে না।’ 


সিএএ এবং এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে রাহুল গান্ধী বলেছেন, ‘ভারতীয়দেরই প্রমান করতে হচ্ছে তাঁরা ভারতীয় কি না, আমি ভারতীয় কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কে নরেন্দ্র মোদী? কে ভারতীয় এবং কে ভারতীয় নয় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কে তাঁকে লাইসেন্স দিয়েছে? আমি জানি আমি একজন ভারতীয় এবং এ বিষয়ে আমাকে কারও কাছে প্রমান দেওয়ার প্রয়োজন নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *