নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ ত্রিপুরায় ১৮ দিনব্যাপী শিল্প মেলা আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে৷ হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শিল্প ও বাণিজ্য দফতর এবং টিআইডিসিএল-এর যৌথ উদ্যোগে ওই মেলা শুরু হবে৷ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷
শিল্প ও বাণিজ্য দফতরের অধিকর্তা ড় পি কে গোয়েল জানিয়েছেন, ১৮ দিনব্যাপী ওই শিল্প মেলায় ৩০০টি স্টল খোলা হবে৷ সেখানে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্টল বসবে৷ তিনি বলেন, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা প্রস্তাবিত শিল্প মেলায় অংশ নেবেন৷ তিনি আরও জানান, ওই মেলায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমুখি কর্মসূচি তুলে ধরা হবে৷ গোয়েল বলেন, প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ সাথে তিনি যোগ করেন, জিএসটি, জিইএম রেজিস্ট্রেশন এবং বিএসএফে ভরতির জন্য কাউন্সিলিং এবং পরামর্শ মিলবে মেলায়৷
ড় পি কে গোয়েল বলেন, ওই মেলায় বিভিন্ন বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার ওপরও জোর দেওয়া হবে৷ ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওই বিষয়গুলি নিয়ে জনসচেতনতা বাড়ানো হবে৷ তিনি বলেন, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের সাথে রফতানি ক্ষমতা, ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পের বিভিন্ন প্রকল্প, এসটি, এসসি এবং মহিলা শিল্পপতিদের ক্ষমতায়ন, ত্রিপুরায় দক্ষতা বিকাশের উদ্যোগ, ত্রিপুরা চা, বাঁশ শিল্পে বিনিয়োগ এবং আইটি সেক্টরে ত্রিপুরার সম্ভাবনা নিয়ে অনুষ্ঠেয় মেলায় জনসাধারণের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে৷