চেন্নাই, ২৪ জানুয়ারি (হি.স.): ফের শুরু মূর্তি ভাঙচুরের উন্মাদ খেলা| দক্ষিণ ভারতে আবারও ভাঙচুর করা হল দ্রাবিড় আন্দোলনের পুরোধা ই ভি রামাস্বামী (পেরিয়ার)-র মূর্তি| বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার ভোররাতে তামিলনাড়ুর কাঞ্চীপুরম জেলায় ভেঙে ফেলা হয় দ্রাবিড় আন্দোলনের প্রাণপুরুষ পেরিয়ারের মূর্তি| কাঞ্চীপুরম জেলার সালাভাক্কামের চেঙ্গালপাত্তুতে পেরিয়ারে মূর্তি ভাঙচুর করা হয়| পেরিয়ারের মূর্তির ডান হাত এবং মাথা ভেঙে ফেলা হয়েছে| স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে|
পেরিয়ারের মূর্তি ভাঙচুরের তীব্র নিন্দা করেছে বিভিন্ন রাজনৈতিক দল| পেরিয়ারের মূর্তি ভাঙচুরের নিন্দা করে ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন বলেছেন, ‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা| রাজ্য সরকারের উচিত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া|’ পেরিয়ার সম্পর্কে বেফাঁস মন্তব্য করায় এমনিতেই অস্বস্তিতে রয়েছে তামিল সুপারস্টার রজনীকান্ত| রজনীকান্ত অবশ্য জানিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না| এই আবহেই ভেঙে ফেলা হল পেরিয়ারের মূর্তি| ফলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে দক্ষিণ ভারতে|