স্বাধীনতার সময় নেওয়া সিদ্ধান্ত মারাত্মক প্রমাণিত হয়েছে : নাড্ডা

আগ্রা, ২৩ জানুয়ারি (হি.স.): স্বাধীনতার সময় নেওয়া সিদ্ধান্ত, দেশের জন্য মারাত্মক প্রমাণিত হয়েছে| ক্ষতি হয়েছে ভারতের| বৃহস্পতিবার তাজনগরী আগ্রায় এমনই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত্ প্রকাশ নাড্ডা| সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর সমর্থনে বৃহস্পতিবার আগ্রার কোঠী মীনা বাজার ময়দানে জনসভা করেছেন জে পি নাড্ডা| এদিনের জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন, নরেন্দ্র মোদী সরকার পুনরায় ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যেই ৭০ বছর ধরে আটকে থাকা ইস্যুগুলির ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে|

শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং মনমোহন সিংয়ের মতাদর্শের উল্লেখ করে জে পি নাড্ডা বলেছেন, লিয়াকত এবং নেহরু চুক্তির মাধ্যমে ঠিক করেছিলেন ভারতে মুসলমানদের সুরক্ষা প্রদান করবে ভারত এবং পাকিস্তানে হিন্দুদের সুরক্ষা প্রদান করবে পাকিস্তান| ওই সময় পাকিস্তানে সংখ্যালঘুদের জনসংখ্যা ছিল ২৩ শতাংশ এবং এখন মাত্র ৩ শতাংশ|

উদ্বেগ প্রকাশ করে জে পি নাড্ডা বলেছেন, উত্কণ্ঠার বিষয় হল এই যে, দলিত নেতারাও সিএএ-র বিরোধিতা করছেন| তাঁরা এটা জানেন না, শরণার্থীদের মধ্যে ৭০ শতাংশই দলিত| সিএএ সম্পর্কে দলিত নেতারা এবং কংগ্রেসের কিছু নেতা কিছুই জানেন না| তাঁরা শুধুই বিভ্রান্তি ছড়াচ্ছেন| কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে নাড্ডা বলেছেন, কংগ্রেসের উপর বিশ্বাস করবেন না| সিএএ হল নাগরিকত্ব দেওয়ার আইন| নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়| জম্মু ও কাশ্মীরের জনগণকে কংগ্রেস ঠকিয়েছে|৩৭০ অনুচ্ছেদ রদ করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার| রাহুলকে কটাক্ষ করে জে পি নাড্ডা বলেছেন, সিএএ সম্পর্কে রাহুল গান্ধী যদি ১০ লাইন বলতে পারেন তাহলে বুঝব তিনি পড়েছেন| বিরোধীরা দেশে দাঙ্গায় উস্কানি দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *