সুখবর! কোচের দায়িত্বে দেখা যাবে শচীন তেন্ডুলকরকে

সিডনি, ২১ জানুয়ারি (হি.স.) :  এতদিন বিশ্ব ক্রিকেট তাঁর ব্যাটিংকে উপভোগ করেছে। অবসরগ্রহণের পরও তাঁর জনপ্রিয়তায় কোনও ভাটার টান পড়েনি। এবার মানবিকতার ডাকে সাড়া দিয়ে কোচের ভূমিকাতে দেখা যাবে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরকে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চ্যারিটি ম্যাচে রিকি পন্টিংয়ের দলের কোচের দায়িত্বে দেখা যাবে তাঁকে। মঙ্গলবার আয়োজকদের তরফ থেকে এমনই জানানো হয়েছে।

দাবালনে কারণে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। কয়েক হাজার বাড়ি ভস্মীভূত। গৃহহীন বহু মানুষ। এমন পরিস্থিতিতে ত্রাণ কাজে অর্থ সাহা্য্যের জন্য চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি এই ম্যাচ খেলা হবে। রিকি পয়েন্টিংয়ের দলের বিরুদ্ধে খেলবে শেন ওয়ার্নের নেতৃত্বাধীন দল। ওই দলের কোচের ভূমিকায় থাকবেন কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালস। ম্যাচে না খেললেও বিশেষ ভূমিকা পালন করবেন স্টিভ ওয় এবং জাস্টিন ল্যাঙ্গার। এ ছাড়াও চ্যারিটি ম্যাচে অংশ নেবেন অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, মাইকেল ক্লার্কের মতো তারকারা ৷ ম্যাচের ভেন্যু এখনও নির্ধারিত হয়নি৷ ৩১ জানুয়ারি বিগ ব্যাশের কোয়ালিফায়ার ম্যাচের পর কারা ফাইনালে ওঠে, তা দেখার পরেই স্থির হবে কোথায় খেলা হবে এই অলস্টার ম্যাচটি৷ অর্থাৎ, বিগ ব্যশ ফাইনাল যেখানে অনুষ্ঠিত হবে, সেই ম্যাচের ঠিক আগেই চ্যারিটি ম্যাচটি খেলা হবে একই স্টেডিয়ামে ৷

শচীনের কোচিং করানো প্রসঙ্গে বলতে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টসের  দাবি শচীন এবং ওয়ালসের অস্ট্রেলিয়ায় ফিরে আসাটা অত্যন্ত গৌরবের। নিজেদের খেলোয়াড় জীবনে এখানে প্রচুর সাফল্য পেয়েছে এই দুই ক্রিকেটার। তাদের অংশগ্রহণের জন্য যে গোটা অস্ট্রেলিয়া মুখিয়ে রয়েছে তাও দাবি করেছেন তিনি। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ অস্ত্রেলিয়ান রেড ক্রসের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ করা যেতে পারে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে মাঠে উপস্থিত থাকলেও সচিনকে সেই অর্থে কোচিং স্টাফ হিসেবে বিবেচনা করা হয় না৷

খেলোয়াড় জীবনে নিজের কোচ রমাকান্ত আচরেকরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন শচীন। সেই আচরেকর স্যারের ক্রিকেটীয় মস্তিষ্ক তাঁর কোচিংয়ে দেখা যাবে কিনা। সেই অপেক্ষায় গোটা অস্ট্রেলিয়া। দাবানলে আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজের খেলোয়াড় জীবনের সরঞ্জাম নিলামে তুলেছেন একাধিক অজি তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *