গুজরাটে এসইউভি সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত পাঁচ

আহমেদাবাদ, ১৯ জানুয়ারি (হি.স.) : বেপরোয়া পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। নিহত পাঁচ। রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি গুজরাটের সুরেন্দ্রনগর জেলার আহমেদাবাদ-লিম্বডি হাইওয়েতে ঘটেছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতরা চিকিৎসাধীন হাসপাতালে।

পুলিশের তরফে জানানো হয়েছে এসইউভি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিন এসইউভি গাড়িটি সোমনাথ থেকে আহমেদাবাদের দিকে যাচ্ছিল। সেই সময় লিম্বডি দেবপাড়া গ্রামের কাছে গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে বিপরীত লেনে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে এসইউভি গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া পুলিশকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আহত বাকি পাঁচজনের চিকিৎসা চলছে। নিহতদের চিহ্নিত করা হয়েছে। নিহতরা হলেন, রাজশ্রী সুব্রহ্মমনিয়াম, গণেশ সুব্রহ্মমনিয়াম, ভবানী নাগেন্দ্র, অখিল প্রসাদ, কে সুব্রহ্মমনিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *