কাবুল, ১৬ জানুয়ারি (হি.স.) : পুলিশ চেকপোস্টে জঙ্গি হামলায় নিহত ১৬ পুলিশকর্মী। গুরুতর আহত দুই। বুধবার গভীর আফগানিস্তানের কুনদুজে হামলাটি সংগঠিত করা হয়েছে। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে তালিবান।
এখনও পর্যন্ত এই হামলার সঙ্গে যুক্ত কোনও জঙ্গিকে গ্রেফতার করা হয়নি। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। নিহতদের তিনজন পুলিশের শীর্ষ কম্যান্ডার রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বাড়তি বাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। উল্লেখ করা যেতে পারে তালিবান ছাড়াও সেখানে আফগানিস্তানে সক্রিয় আইসিস। প্রসঙ্গত, আফগানিস্তানে তালিবানদের সঙ্গে সমঝোতায় বসতে রাজি আমেরিকা। কিন্তু এখনও হিংসা পথ ছাড়ছে না তারা ।