ত্রিপুরায় বনধ-এ উত্তেজনা কৈলাসহরে, শাসক-বিরোধী সংঘর্ষে পুলিশ কর্মী-সহ আহত পাঁচ

কৈলাসহর (ত্রিপুরা), ৮ জানুয়ারি (হি.স.) : ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বনধে ত্রিপুরায় শাসক-বিরোধী দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল কৈলাসহরে। সিপিএম-বিজেপি কর্মীর ইটবৃষ্টিতে পুলিশ-সহ পাঁচজন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। সংশ্লিষ্ট এলাকায় পুলিশ, টিএসআর এবং বিএসএফ মোতায়েন করা হয়েছে। পিকেটিং করার সময় ১০৩ জন সিপিএম কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।

বনধকে ঘিরে গতকাল থেকেই কৈলাসহর উত্তপ্ত হয়ে রয়েছে। গত সন্ধ্যায় মিছিল পাল্টা মিছিলকে ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু কড়া পুলিশি ব্যবস্থায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ বুধবার সকাল থেকে সিপিএম সমর্থকরা বনধ সফল করতে পিকেটিং শুরু করেন। অন্যদিকে বনধের বিরোধিতায় বিজেপি কর্মীরাও রাস্তায় নামেন। কৈলাসহরের নেতাজিনগর এলাকায় দুই দল সামনা সামনি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক সময় সিপিএম ও বিজেপি কর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। ইটের আঘাতে বিজেপি-র ৩ জন কর্মী, সিপিএমের ১ এবং ২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিয়েছেন।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ছুটে আসে। সাথে খবর দেওয়া হয় বিএসএফ-কেও। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে আসেন ঊনকোটির পুলিশ সুপার লাকি চৌহান। পুলিশ, টিএসআর এবং বিএসএফ-কে দেখা মাত্র সিপিএম ও বিজেপি কর্মীরা দৌড়ে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, কৈলাসহরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণাধীন। সকালের দিকে দোকানপাট বন্ধ থাকলেও, বেলা যত গড়িয়েছে বাজারে কিছু দোকান খুলেছে। পুলিশের দাবি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও টিএসআরের সাথে বিএসএফও মোতায়েন করা হয়েছে। ফলে নতুন করে সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *