ওয়াশিংটন ডিসি, ৫ জানুয়ারি (হি.স.) : ফের ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
রবিবার ইরানকে ফের হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি কোনও মার্কিনি নাগরিককে এবং মার্কিন কোনও ঘাঁটিতে হামলা চালায় তবে ইরানের সাংস্কৃতিক এবং অতিগুরুত্বপূর্ণ ৫২টি জায়গায় হামলা চালিয়ে গুঁড়িয়ে দেবে আমেরিকা। ইরান খুব স্পর্ধা সঙ্গে মার্কিন ঘাঁটি ও সম্পত্তি উপর হামলা চালানোর কথা বলছে। কাসেন সোলেমানিকে জঙ্গি নেতা আখ্যা দিয়ে তাঁর দাবি এক জঙ্গি নেতার মৃত্যু প্রতিশোধ নিতে ইরান এমন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
উল্লেখ করা যেতে পারে শনিবার মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছিলেন, সোলেমানিকে হত্যা করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া রুখতে চেয়েছে আমেরিকা। কোনও যুদ্ধ পরিস্থিতি তৈরি করা আমেরিকার উদ্দেশ্য নয়। অন্যদিকে শনিবার জেনারেল কাসেন সোলেমানির শেষ যাত্রায় বাগদাদের রাজপথে নামল জনতার ঢল। প্রিয় সেনানায়ককে শেষ বিদায় জানানোর জন্য বহু মানুষের ভিড় যেন গণপ্লাবনে পরিণত হয়।সোলেমানির প্রয়াণে শোকাহত মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। উঠছে প্রতিশোধের দাবি।