নিউইয়র্ক, ৪ জানুয়ারি (হি.স.) : আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব | ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বিমান হামলায় ইরানের সামরিক কমান্ডার এবং বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে নিয়ে এভাবেই উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
শনিবার এক বিবৃতিতে অ্যান্তেনিও গুতেরেসের মুখপাত্র বলেন, এ হামলার ফলে মধ্য প্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়বে। এ মুহূর্তে ওই অঞ্চলে আরেকটি যুদ্ধের ধকল সামলাতে পারবে না বিশ্ব। তাই শীর্ষ নেতাদের সর্বোচ্চ ‘আত্মসংযম’ চর্চার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন কাসেম সোলেইমানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাসেম সোলেইমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগন। আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্ব্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ, প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি, ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজায়িসহ ইরানের উর্ধ্বতন পর্যায়ের বিভিন্ন নেতা |
এই পরিস্তিতিতে আজ ভোরে উত্তর বাগদাদের তাজিতে ইরান সমর্থিক সামরিক বাহিনীর কনভয়ে মার্কিন এয়ার স্ট্রাইক হয়েছে এবং এই হামলায় অন্ততপক্ষে ছয়জনের মৃত্যু ও আরও তিনজন জখম হন বলে খবর রটে | যদিও এর সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন| ইরাকি মিলিটারি এই এয়ার স্ট্রাইকের বিষয়টি অস্বীকার করে | সেইসঙ্গে মার্কিন নেতৃত্বাধীন জোটও শনিবার জানিয়েছে, ক্যাম্প তাজির কাছে বিমান হামলা চালানো হয়নি | তবে ওই অঞ্চলে একের পর এক হামলার ঘটনা নিয়ে আরেকটি বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে | যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস|