সুদীপ বর্মনের বিরুদ্ধে মাঠে নামলেন সোমা মজুমদার, আজ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ রাজ্যে বিগত সরকারের আমলে নারী নির্যাতনের ঘটনা অত্যাধিক ছিল৷ কিন্ত তা বর্তমান সরকারের আমলে হ্রাস পেতে চলেছে৷ কিন্তু তারপরও রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মণ আগামী ৩ জানুয়ারি নারী সংক্রান্ত ঘটনা রদ করতে রাজ্যের মহিলাদের স্বার্থে এক মিছিলের ডাক দিয়েছেন৷ সুদীপ রায় বর্মনের এই উদ্যোগের সমালোচনা করলেন শহরের টাটা কালিবাড়ির নির্যাতিতা সোমা মজুমদার৷


বুধবার বিজেপির রাজ্য সম্পাদিকা তথা টাটা কালিবাড়ির নির্যাতিতা সোমা মজুমদার বলেন,
তৎকালীন সময়ে সুদীপ রায় বর্মন বিরোধী দলের বিধায়ক হিসেবে থেকে রাজধানীর টাটা কালি বাড়ি এলাকার নির্যাতনের ঘটনায় কোন সহযোগিতা করেননি৷ বরং বর্তমান সরকারের আমলে নারী নির্যাতন ঘটনা রদ করতে মিছিলের ডাক দিয়েছেন৷

তিনি বলেন, আগামী ২ জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে সুদীপ রায় বর্মনের মিছিল ডাকার বিরুদ্ধ ামছিল অনুষ্ঠিত হবে৷ মিছিলে রাজ্যের সকল মহিলা অংশ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন সোমা মজুমদার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *