নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.) : গরিব হওয়ার অনুভূতিটা কেমন, তা কি আদৌ জানেন সর্বভারতীয় কংগ্রেস নেতারা। শনিবার এমনই ভাষায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়।
শনিবার নিজের ট্যুইটবার্তায় বাবুল সুপ্রিয় জানিয়েছেন, গবির হওয়াটা কেমন অনুভূতি, তা কি আদৌ জানেন সর্বভারতীয় কংগ্রেসের নেতারা। বহু বছর আগে ইন্দিরা গান্ধী ডাক দিয়েছিলেন গরিবি হটাও। কিন্তু প্রায় কয়েক দশকের শাসনে কংগ্রেস নেতারা ধনী থেকে আরও ধনী হয়েছে। আর মানুষ গরিব থেকে গরিব হয়ে গিয়েছে। পাশাপাশি নিজের ট্যুইটবার্তায় রাহুল গান্ধী আদৌ ভারতীয় কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
উল্লেখ করা যেতে পারে, শুক্রবার রাহুল গান্ধী বলেছিলেন, বিমুদ্রাকরণের থেকে ভয়াবহ হতে চলেছে সিএএ এবং এনআরসি। গরিব মানুষদের নিজেদের নথি নিয়ে জমা দিতে হবে এবং নাগরিকত্ব প্রমাণের জন্য ঘুষ দিতে হবে।