BRAKING NEWS

বিতর্কিত! রাহুলের কাছে বিশ্বের রেপ ক্যাপিটল ভারত

ওয়ানাড, ৭ ডিসেম্বর (হি.স.) : ফের বিতর্কিত মন্তব্য রাহুল গান্ধীর। ভারতকে ধর্ষণের রাজধানী বলে বিতর্কে জড়ালেন ওয়ানাডের সাংসদ।

শনিবার কেরলের ওয়ানাডে দলীয় কর্মীদের এক সভায় বক্তব্য রাখতে রাহুল গান্ধী জানিয়েছেন, উন্নাওয়ের ঘটনা মানবিকতার জন্য লজ্জাজনক। এই বিষয়ে স্তম্ভিত কংগ্রেসের প্রাক্তন সভাপতি জানিয়েছেন, গোটা বিশ্বে ভারত এখন ধর্ষণের রাজধানী। ভারতে মহিলারা কেন নিরাপদ নয়, তা জানতে চাইছে গোটা বিশ্ব। প্রকৃত বিচারের অপেক্ষা থেকে মৃত্যুর কোলে ঢলে পড়ল ভারতের এক মেয়ে। এদিন অরাজক এবং হিংসার পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তাঁর দাবি আইনের প্রতি আস্থা হারিয়ে মানুষ এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে। মহিলাদের প্রতি অপরাধের পরিমাণ বেড়েই চলেছে। প্রতিদিন ধর্ষণ, মহিলাদের উপর শারীরিক নির্যাতনের ঘটনা শোনা যাচ্ছে। বিশ্ববাসী জানতে চাইছে ভারতের মহিলারা নিরাপদ নয় কেন। সংখ্যালঘুদের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানিয়েছেন, সংখ্যালঘুদের প্রতি ঘৃণা বেড়ে চলেছে। হিংসায় আক্রান্ত হচ্ছে তারা। আদিবাসীদের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে।  

রাহুলের এমন মন্তব্যের ফলে বিশ্বমঞ্চ ভারতের সম্মান যে হানি হল তা মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ করা যেতে পারে প্রায় ৪০ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করার পর শুক্রবার দিল্লির সফদরজ্ঞ হাসপাতালে শুক্রবার রাত ১১টা ৪০মিনিট শেষ নিঃশ্বাস ত্যাগ করে উন্নাও কান্ডে নির্যাতিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *