BRAKING NEWS

অরুণাচলে আসাম রাইফলসের গুলিতে ধরাশায়ী এনএসসিএন (আর)-এর ক্যাডার

চাংলাং (অরুণাচল প্রদেশ), ১ ডিসেম্বর (হি. স.) : অরুণাচল প্ৰদেশের চাংলাং জেলার প্রত্যন্ত এলাকায় টহলদারি আধাসেনা আসাম রাইফেলস-এর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এনএসসিএন (আর)-এর দুই গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড গোলাগুলির ঘটনায় এক যুবক ধরাশায়ী হয়েছে। তাকে এনএসসিএন (আর)-এর স্বঘোষিত ক্যাপ্টেন আরকাম চেং বলে শনাক্ত করা হয়েছে। ঘটনা শনিবার বিকেলে সংঘটিত হলেও প্রকাশ্যে এসেছে আজ রবিবার।

আসাম রাইফেলস সূ্ত্রের খবরে জানা গেছে, নিহত এনএসসিএন (আর)-এর ক্যাডারের কাছ থেকে অভিযানকারারী একটি একে সিরিজের রাইফল ও কয়েকটি সক্রিয় গুলি উদ্ধার করেছেন।

সূত্রটি জানিয়েছে, অরুণাচল প্রদেশের চাংলাং বনাঞ্চলে টহলদারি আসাম রাইফেলস-এর এক দলের ওপর এনএসসিএন (আর)-এর এক দল আচমকা হামলা চালায়। হামলার জবাবে আসাম রাইফেলসও গুলি চালায়। প্রায় দশ মিনিট উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। এক সময় জঙ্গিদের পক্ষ থেকে গুলি বর্ষণের তীব্রতা কমে আসে। শত্রুদের দিকে ধীরে ধীরে এগিয়ে যান সেনারা। সে সময় উদ্ধার হয় জঙ্গি আরকাম চেঙের নিথর দেহ। সূত্রের খবর, আজও ওই বনাঞ্চলের সম্ভাব্য এলাকায় জঙ্গি বিরোধী অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *